ডেস্ক রিপোর্ট।। ফটিকছড়ির দাঁতমারায় আল বারাকা জানে আলম চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার তারাখোঁ বনরুপা স্কুল মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দাঁতমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জানে আলম। নাঈম ছিদ্দিকীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মির্জা প্রপার্টিজ ও গ্লোবাল বাংলার চেয়ারম্যান মো. মহিমুজ্জামান। প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও নতুন করে তারাখোঁ আল বারাকা সংঘ আয়োজন করে এ টুর্নামেন্টের।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান জানে আলম বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তিনি তরুন ও সমাজকে মাদক ছেড়ে খেলাধুলামুখী হওয়ার আহবান জানান। তিনি বলেন ইউনিয়নের তরুন ও যুব সমাজকে মাদক ও অতিরিক্ত মোবাইল আশক্তি থেকে ফিরাতে ক্রীড়ার উন্নয়নে সব ধরনের পদক্ষেপ নেয়া হবে।
এসময় স্থনীয় ওয়ার্ড মেম্বার আলী আহমদ, সাবেক ইউপি সদস্য আবদুল হালিম বশর, তৌহিদুলআলম, এনামুল হক, নাজিম উদ্দিন, ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম, মাসুদ, সাইফুল ইসলাম, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, আল বারাকা সংঘের সভাপতি মো. জাহেদুল ইসলাম নয়ন, সাধারণ সম্পাদক মো. বেলাল উদ্দিন আকাশসহ অন্যরা উপস্থিত ছিলেন। নক আউট পদ্ধতির এ টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ১৬ টি দল অংশ গ্রহন করেছে। উদ্বোধনী খেলায় সুন্দরপুর কিংস ক্লাব ভুজপুর একাদশকে পরাজিত করে বিজয়ী হয়।
জিবি/ জেএম/ ডেস্ক