নিজস্ব প্রতিবেদক।। চট্টগ্রাম “জেলা প্রশাসক আন্তঃস্কুল”গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট” এর (বালক) ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুন ফটিকছড়ি সরকারি ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি।
উপজেলা নির্বাহী অফিসার মো: মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যন মোঃ নাজিম উদ্দিন মুহুরী,ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আকতার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সিনিয়র সহকারী কমিশনার (ভূমি)মেজবাহ উদ্দিন,ফটিকছড়ি পৌরসভা মেয়র ইসমাইল হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড.সেলিম রেজা প্রমুখ।
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (বালক) ৮টি জোনে ৭৮ টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় নানুপুর আবু সোবাহান উচ্চ বিদ্যালয় ১-০ গোলে ভুজপুর ন্যাশনাল উচ্চ বিদ্যালয় কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
জিবি/জপএম/ডেস্ক