সন্দ্বীপ প্রতিনিধি।। সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার উদ্যোগে সন্দ্বীপ থেকে ২০২৪ সালে মাধ্যমিক ও ২০২৩ সালে উচ্চ মাধ্যমিক স্তরে জিপিএ-৫ প্রাপ্ত ১১১ জন কৃতি শিক্ষার্থীর অংশগ্রহণে কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (২০ জুন) সকাল ১০ টায় হাজী আবদুল বাতেন সওদাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।
এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা খবিরুল ইসলাম।
কর্মশালায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, মাইশা মেহেজাবীন আরিশা, আবদুল আহাদ সোহাগ ও মোঃ জিহাদ।
সংবর্ধনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হালিমা বেগম শান্তা, সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবুল কাসেম শিল্পী, পত্রিকার উপদেষ্টা কারিমুল মাওলা লিটন, উত্তর সন্দ্বীপ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশারেফ হোসাইন, রাজউক উত্তরা মডেল কলেজের সহকারী অধ্যাপক মোঃ আনোয়ারুল কবির, আবদুল খালেক একাডেমি-গাছুয়ার সাবেক প্রধান শিক্ষক মোঃ আবদুস সাত্তার, আজিমপুর হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক বিষ্ণু পদ রায়, মাইটভাঙ্গা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ রফিকুল মাওলা, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, কালাপানিয়া এসডিআই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান ভূঁইয়া রিপন, পত্রিকার উত্তর সন্দ্বীপ প্রতিনিধি ডা. মোজাম্মেল হোসেন, মাস্টার ছায়েদ উল্যাহ, মাস্টার মোশাররফ হোসাইন নূর, মাস্টার রিদুয়ানুল বারী, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবুল কাশেম, মাস্টার আবুল বশার, বৃহত্তর মিরপুর সন্দ্বীপ সমাজ-ঢাকার সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, সাংবাদিক অপু ইব্রাহিম ও বাদল রায় স্বাধীন, মাওলানা আবদুল জব্বার, সাংবাদিক ফয়সাল আসির প্রমুখ।
কর্মশালায় কৃতি শিক্ষার্থীদের ক্রেষ্ট, অভিনন্দন পত্র, অনু্ষ্ঠানের দাওয়াত পত্র, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকা ও একটি শিক্ষামূলক বই প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মগধরা স্কুল এন্ড কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক কাজী দেলোয়ার হোসেন সাঈদ ও পত্রিকার সহযোগী সম্পাদক ইলিয়াছ সুমন।