নিজস্ব প্রতিবেদক।। ফটিকছড়িতে কৃষি অধিদপ্তরের উদ্যেগে কৃষকদের মাঝে প্রনোদনার বীজ ধান ও সার বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপকারভোগি ১৩ শত কৃষকের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করেন ফটিকছড়ির সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি। খরিপ -২ /২০২৪-২৫ মৌসুমে উফশী আমন এ-র উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব উপকরণ বিতরণ করা হয়।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাজিম উদ্দীন মুহুরী, পৌর মেয়র ইসমাইল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, শারমিন আক্তার নুপুর, উপজেলা সহকারী কমিশনার ভুমি মো. মেজবাহ উদ্দিন, কৃষি কর্মকর্তা হাসানুজ্জামানসহ সরকারী অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবর্গ।
ফটিকছড়িতে কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ
এসময় প্রধান অতিথির বক্তব্যে ফটিকছড়ির সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি নলেন, বর্তমান সরকার কৃষির উন্নয়নে বাস্তবমুখী নানা কর্মসূচী গ্রহন করেছে। গ্রামীন জনপদের প্রান্তিক পর্যায়ে কৃষকদেরকে আধুনিক কৃষি ব্যবস্থাপনার সাথে পরিচিত করতে প্রশিক্ষণের পাশাপাশি তাদেরকে নানা আধুনিক কৃষি সরঞ্জাম ও কৃষি উপকরণ সরবরাহ করছে।
দেশের প্রতি ইঞ্চি জমি যাতে কৃষি কাজে ব্যবহার করা হয় এজন্য সরকার সম্ভব সব ধরনের সহায়তা করে আসছে। তিনি বলেন ফটিকছড়িকে যাতে কৃষিতে স্বয়ং সম্পুর্ন একটি উপজেলায় পরিণত করা যায় সেজন্য সম্ভব সব ধরনের পদক্ষেপ গ্রহন করা হবে।
উল্লেখ্য কৃষি অধিদপ্তরের উদ্যেগে খরিপ -২ /২০২৪-২৫ মৌসুমে উফশী আমন এ-র উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ফটিকছড়ি উপজেলায় ১৩০০ কৃষকের মাঝে প্রণোদনার ৫ কেজি করে বীজ ধান,১০ কেজি এম ও পি সার এবং ১০ কেজি ডি এ পি সার বিতরণ করা হয়।
জিবি/ জেএম/ ডেস্ক