নিজস্ব প্রতিবেদক।। ফটিকছড়িতে অপকার উদ্যেগে পলিসি উন্নয়ন ও বিদ্যমান পলিসির প্রয়োগ বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল।
এসময় অপকার কৃষিতে পলিসি উন্নয়ন ও বিদ্যমান পলিসি প্রয়োগ বিষয়ে আলোচনায় অংশ গ্রহন করেন
উপসহকারী কর্মকর্তা সুুমন নাথ, আর এম টি পি প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার এমদাদুল হক, কৃষি উদ্যেক্তা মো. ইউনুচ, রেজাউল করিম, রসুল আহমদ। এসময় তরুন কৃষি উদ্যেক্তা রেজাউল করিম বলেন, কৃষির উন্নয়ন ও কৃষি উদ্যেক্তাদে
র আধুনিক কৃষি ব্যবস্থাপনার সাথে যুক্ত করতে অপকা নিরলস কাজ করে যাচ্ছে। তিনি ফটিকছড়ির উত্তরাঞ্চলের পাশাপাশি সদর ও দক্ষিনাঞ্চলেও অপকার কর্ম পরিধি বৃদ্ধির অনুরোধ জানান।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় অপকার বাস্তবায়নে অনুষ্ঠানে নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করণে ও ভ্যালু চেইনের বিভিন্ন পর্যায়ে প্রতিবন্ধকতা ও উদ্যেক্তাদের সংগঠিত করণ ও উৎপাদনশীলতা বৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়ন ও ক্রস- কাটিং ইস্যু বিষয় সহ নানা বিষয়ে আলোচনা করা হয়।
জিবি/জেএম/ডেস্ক