নিজস্ব প্রতিবেদক।। দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও মুক্তিযোদ্ধা বিষযক মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর-বাড়ির নিবন্ধন করা হবে। এরপর প্রয়োজন অনুযায়ী সেসব ঘর-বাড়ি সরকার পুনঃসংস্কার করবে। বন্যার্তদের পুর্নবাসনও করা হবে।
শনিবার ফটিকছড়ি -হাটহাজারী হালদা পাড়ে বন্যাদুর্গতদের দেখতে এসে এসব কথা বলেন ফারুক-ই-আজম। ফারুক-ই-আজম হালদা পাড়ের কয়েকটি ক্ষতিগ্রস্ত ঘর পরিদর্শনে করেন। ভুক্তভোগীদের সঙ্গেও কথা বলেন তিনি।
তাদের উদ্দেশে ফারুক-ই-আজম বলেন, আমি কী রকম ক্ষতি হয়েছে তা দেখতে এসেছি। কোনো সমস্যা নেই, চিন্তার কারণ নেই। সব যথাযথ তালিকা হবে। সরকার ঘরগুলো করে দেবে।
বাঁধ পরিদর্শনকালে চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে উদ্দেশ্য করে উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, আপনারা স্যার স্যার, ওপর থেকে নাযিল হবে। এরকম যেন না হয়। নিচের থেকে হবে। আপনারা কী চান, কীভাবে চান সেভাবে হবে। হালদার পাড়ের যে বাঁধ নির্মাণ সেটি যেন সাসটেইনেবল হয়। টাকা যদি খরচ হয় সেটা যেন কাজে লাগে। এমন ভাবে কাজ করবেন মানুষের যেন উপকারে আসে। জনজীবনের যেন ক্ষতি না হয়।
এসময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, ফটিকছিড় ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন কর্মকর্তারা সঙ্গে ছিলেন।
জিবি/জেএম/ডেস্ক