নিজস্ব প্রতিবেদক।। ফটিকছড়ির দাঁতমারায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার দাঁতমারা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে হয়রানির শিকার ভুক্তভোগী এলাকাবাসি এ মানব বন্ধনের আয়োজন করেন। এসময় বক্তব্য রাখেন দাঁতমারা বাজার পরিচালনা কমিটির আহবায়ক সাবেক মেম্বার এমদাদুল হক, ভুজপুর থানা জামায়াতের সাবেক আমীর ও ব্যবসায়ী নেতা জিয়াউল হক জিয়া, ভুক্তভোগী ব্যবসায়ী আবদুল মালেক,মো. আজিজ, ভেলুয়া খাতুন সহ অন্যরা।
এসময় বক্তারা বলেন,ভুমি ব্যবসার আড়ালে আবু তৈয়ব প্রকাশ আবু সওদাগর নামে এক লোক বিভিন্ন সময় সংখ্যালঘুদের অর্পিত সম্পত্তি, এবং সরকারী খাস জমি পাওয়ার নেয়ার নামে বায়না করে এলাকার বিভিন্ন মানুষের বসতবাড়ীসহ জমিজমা দখলের চেষ্টা চালাচ্ছে। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এই ব্যক্তি দাঁতমারা ইউনিয়নের বালুখালী, সাদীনগর,শান্তিরহাট, হাসনাবাদ এলাকার লোকজনের নামে চাঁদাবাজি,নারী নির্যাতনসহ নানা ধরনের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। তাঁর এ ধরনের একের পর এক হয়রানিমুলক মামলার কারণে এসব এলাকার বহু পরিবার সহায় সম্বল হারিয়ে এখন নি:স্ব হয়ে পড়েছে। বক্তারা বলেন, প্রশাসনের কিছু কর্তা ব্যক্তির সাথে আতাঁত করে আবু সওদাগর এ ধরনের হয়রানি মুলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। সম্প্রতি বালুখালী এলাকার আবদুল মালেকের পরিবার ও শান্তির হাটের আজিম ও ভেলুয়া বেগমের পরিবারকে নিঃস্ব করে দিয়েছে। এ ছাড়া আবদুল মালেকের বসত ভিটার গাছ কেটে নিয়ে গেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী মালেক,জসিম, নুর মোহাম্মদ। শান্তির হাটের আজিম ও ভেলুয়া বেগমের ঘর পুড়িয়ে দেয় এবং নির্মাণনধীন ঘরের দেওয়াল ভেঙে দেয় বহিরাগত সন্ত্রাসী দিয়ে। তাদের কাছে চাঁদা দাবীও করা হয় বলে জানান ভুক্তভোগী আজিম।
বক্তারা এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, আবু সওদাগরের এ ধরনের হয়রানিমুলক কর্মকাণ্ড বন্ধ না হলে এলাকাবাসী পরবর্তীতে আরো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে।
জেএম/ জিবি/ ডেস্ক