নিজস্ব প্রতিবেদক।। ফটিকছড়ির দাঁতমারায় বিএনপি নেতা সরোয়ার আলমগীরের গাড়ী বহরে হামলার মামলায় পেয়ার আহমদ আফিফ নামে এক আ’লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আফিফ উপজেলার দাঁতমারা ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য।
জানা গেছে,হেয়াকো পূর্বপাড়ার বীর মুক্তিযোদ্ধা শাহ আলমের ছেলে পেয়ার আহমদকে শুক্রবার সন্ধ্যায় হেয়াকো বাজারে পেয়ে উত্তম মাধ্যম দিয়ে থানা পুলিশের নিকট হস্তান্তর করে স্হানীয়রা। আজ শনিবার তাকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে বলে ভূজপুর থানা সূত্রে জানা গেছে। বিএনপি নেতা সরওয়ার আলমগীরের গাড়ী বহরে হা.ম.লার ঘটনায় দায়েরকৃত মা.ম.লায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
এদিকে তাঁর অন্যায় অত্যাচারে অতিষ্ট হয়ে এর আগে হেয়াকো পূর্বপাড়া গ্রামবাসী তাদের পিতা-পুত্রের শাস্তি দাবি করে দাতঁমারা পুলিশ তদন্তকেন্দ্রের সামনে মানববন্ধন করে।
জিবি/ জেএম/ ডেস্ক