ডেস্ক রিপোর্ট।। ফটিকছড়ির হেয়াকোঁতে অবস্থিত অনলাইন নিউজ পোর্টাল ও ইউটিউব চ্যানেল গ্লোবাল বাংলা ২৪ এর অফিস পরিদর্শন করলেন বিএনপি ও ছাত্র দল যুবদল নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাতে দাঁতমারা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শফিউল আজম চৌধুরীর নেতৃত্বে নেতৃবৃন্দ গ্লোবাল বাংলা২৪ এর অফিস ও স্টুডিও পরিদর্শন করেন।
এসময় নেতৃবৃন্দ সম্প্রতি গ্লোবাল বাংলা ২৪ এর সংবাদ পরিবেশন নিয়ে ভুঁয়সী প্রসংশা করেন। গ্লোবাল বাংলা২৪ এর প্রধান বার্তা সম্পাদক আবু মুছা জীবনের সাথে মতবিনিময়কালে
নেতৃবৃন্দ বলেন, গতানুগতিকতার ধারা থেকে বেরিয়ে এসে গ্লোবাল বাংলা ২৪ গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান ও সমস্যা সম্ভাবনা নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অগ্রনী ভুমিকা রাখবে। নেতৃবৃন্দ বলেন, গ্রামীন অঞ্চলে ঘটে যাওয়া বিভিন্ন অনিয়ম দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশে গ্লোবাল বাংলা ২৪ আপোষহীন ভুমিকা রাখবে। এ ছাড়া গ্রামীন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও গ্রামের কৃষি সেক্টরের উন্নয়নেও সংবাদ প্রকাশে ভুমিকা রাখবে গ্লোবাল বাংলা। এসময় দাঁতমারা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শফিউল আজম চৌধুরী, যুবদল নেতা ওমর ফারুক, মো. আজম, ছাত্রদল নেতা মো. শরীফ, স্বেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
জিবি/জেএম/ডেস্ক