ফটিকছড়ি প্রতিনিধি।। ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য ও সুন্দরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ শহিদল আজমের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
সোমবার (২৮ অক্টোবর) রাত সাড়ে দশটার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের নাজিরহাট ঝংকার মোড়ের উত্তর পাশে জনতা পেট্রোল পাম্প এলাকায় ১ম ঘটনা ঘটে। পরে নতুন ব্রিজের দক্ষিণে মাস্টার কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায় ২য় বার পুনরায় হামলা করা হয়। হামলায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করেছে স্থানীয়রা।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেয়া হয়।
হামলার শিকার সাবেক চেয়ারম্যান শহীদুল আজম জানান- পরিবার নিয়ে প্রাইভেটকার যোগে ফটিকছড়ি সদর বিবিরহাট থেকে চট্টগ্রাম শহরের বাসায় যাচ্ছিলেন তিনি। পতিমধ্যে নাজিরহাট ঝংকার মোড়ের উত্তর পাশে জনতা পেট্রোল পাম্প এলাকায় হামলা চালায়। পরে সেখান সরে চট্টগ্রামের দিকে যেতে থাকলে নতুন ব্রীজের দক্ষিণে আসলে সন্ত্রাসীরা পুনরায় হামলা চালায়। এতে তাঁর গাড়ীর গ্লাস ও গাড়ীর বডি ভেঙে যায়। তিনি আরো জানান- রাজনৈতিক কারণে এ হামলার ঘটনা ঘটেছে। তাঁর দাবী আওয়ামীলীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের কর্মীরা তার উপর এ হামলা চালিয়েছে। এ বিষয়ে ফটিকছড়ি থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।
ঘটনার বিষয়ে থানার ওসি নুর আহাম্মদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে ঘটনায় জড়িত এক যুবককে আটক করা হয়েছে। থানায় এখনো কোন মামলা হয়নি।
জিবি/জেএম/ডেস্ক