নিজস্ব প্রতিবেদক।। টিকছড়িত টিলা কাটারদায়ে মো: নুরুল হক নামে এক ব্যাক্তিকে ২০ হাজার টাকা অর্থ দন্ড ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার কাঞ্চননগর রাবার বাগানের ডলু অংশে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মেজবাহ উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।
গণমাধ্যমে পাঠানো ক্ষুধে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্র্যাট মেজবাহ উদ্দিন।
ক্ষুধে বার্তায় তিনি জানান, ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর রাবার বাগানের ডলু এলাকায় সরকারী ১ নং খাস খতিয়ানভুক্ত টিলা হতে অবৈধভাবে মাটি কর্তন করার অপরাধে মো: নুরুল হক, পিতা- মৃত আলী আহাম্মদ-কে হাতেনাতে আটক করা হয়।
আটকত নুরুল হক নিজের অপরাধ স্বীকার করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন, ২০১০ অনুসারে বিশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড তাৎক্ষণিক আদায় করা হয়।
অভিযানের সময় কাঞ্চননগর রাবার বাগানের ম্যানেজার মো: আমানুল্লাহ আমানসহ আনসার সদস্যরা সহায়তা করেন।
জিবি/ জেএম/ ডেস্ক