নিজস্ব প্রতিবেদক।। ফটিকছড়ির হেয়াকোঁতে বিএনপি নেতাকর্মীদের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় ভুজপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। হামলায় আহত বিএনপি কর্মী এমরান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এদিকে রাতের আধারে পুর্ব পরিকল্পিতভাবে দুই বিএনপি কর্মীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকোঁ বাজারে চৌরাস্তা মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, রোববার দিবাগত রাতে সরকার পাড়ানআওয়ামী লীগ নেতা মজিবুল হক মজুমদার ওরফে মজু কোম্পানির বাড়ীর সামনে এ ঘটনা ঘটে। এসময় আওয়ামী সন্ত্রাসীদের এলোপাতাড়ি ধারালো অস্ত্রের কোপে বিএনপি কর্মী এমরান (২৮) ও ফারুক (২৬) গুরুতর আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বক্তারা বলেন, রোববার দিবাগত রাতে হেয়াকোঁ বাজার থেকে মোটর সাইকেল যোগে সিকদারখীলস্থ নিজ বাড়ী যাওয়ার পথে ফারুক ও এমরানের মোটর সাইকেলের গতিরোধ করে মজু কোম্পানির ছেলে রাসেল, রুবেলসহ ১৫/২০ জন দেশীয় অস্ত্র দিয়ে তাদেরকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময় ফারুকের কাছে থাকা মোটর সাইকেল বিক্রির ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। পড়ে খবর পেয়ে বিএনপি নেতাকর্মীরা হেয়াকোঁ বাজার থেকে মিছিল সহকারে গিয়ে তাদেরকে উদ্ধার করে আহতাবস্থায় হাসপাতালে প্রেরন করেন। এ ঘটনায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা হেয়াকোঁ বাজারে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন। পরে পুলিশ ও বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বক্তারা বলেন, ৫ আগষ্ট আওয়ামী সরকারের পতনের পর এখনো আওয়ামী সন্ত্রাসীরা এলাকায় নানা অপকর্ম করে বেড়াচ্ছে। বক্তারা প্রশাসনের প্রতি আহবান জানিয়ে বলেন, অনতিবিলম্বে এসব আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করা নাহলে পরবর্তী পরিস্থিতির জন্য প্রশাসনকে দায়ভার বহন করতে হবে।
এদিকে এ ঘটনায় বিএনপি কর্মী এমরান বাদী হয়ে ভুজপুর থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন বলে থানা সুত্রে জানা গেছে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা আবুল খায়ের, বেলাল হোসেন, মিল্টন, থানা যুবদল নেতা শাকিল চৌধুরী রনি, ওমর ফারুক, মো. আলম, মামুন, সুমন প্রমুখ।
জিবি/ জেএম/ ডেস্ক